নিজস্ব প্রতিবেদক:
মহানগরীর কোতয়ালী থানাধীন কাজীর দেউড়ী, নুর আহমেদ সড়কস্হ বশর মঞ্জিল ও পতেঙ্গা থানাধীন নেভাল বীচ এলাকায় মা ঝাল বিতান এর সামনে থেকে গাঁজা ও বিদেশি মদসহ দুইজন কে আটক করে ডিবি পুলিশ।
রবিবার (১২ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুইজন কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক কায়সার হামীদ ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বলেন, কোতয়ালী থানাধীন কাজীর দেউড়ী, নুর আহমেদ সড়কস্হ বশর মঞ্জিল এর সামনে হতে তিন কেজি গাঁজাসহ মোঃ সাকিব (২১) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা হইতে কম দামে গাঁজা ক্রয় করিয়া চট্টগ্রামের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
এ সংক্রান্তে সিএমপি’র কোতয়ালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর পতেঙ্গা থানাধীন নেভাল বীচ এলাকায় মা ঝাল বিতান এর সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামি মোহাম্মদ ওয়াসিম (৪২) পিতাঃ শামছুল আলম ,মাতাঃ মাহফুজা বেগম সাং- বুরুমছরা রাস্তার মাথা , থানা- আনোয়ারা জেলাঃচট্টগ্রাম কে ৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার।
নেভাল বীচে বিদেশি মদসহ তাকে আটক করা হয়
গ্রেফতারকৃত আসামী বীচ এলাকার সাগরের বিভিন্ন জাহাজ হতে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। ঘটনা সংক্রান্তে সিএমপি পতেংগা থানার মামলা নং-০৭ তারিখ-১৩/০২/২০২৩ মামলা রুজু হয় ।