নিজস্ব প্রতিবেদক:
বন্দর থানাধীন পোর্ট কলোনীর ৭নং রোডের প্রথম ক্রসিং এর রাস্তার পুর্ব পার্শ্বে খালী জায়গায় ময়লার স্তুুপে পরিত্যক্ত অবস্থায় ১টি অস্ত্র উদ্ধার করে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টার দিকে এ ঘটনা তথ্য জানানো
হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীন বলেন,বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে বেতার বার্তার মাধ্যমে জানতে পারি ২ জন শিশু ছেলে পোর্ট কলোনীর ৭নং রোডের প্রথম ক্রসিং এর রাস্তার পুর্ব পার্শ্বে খালী জায়গায় খেলতে যেয়ে ময়লার স্তুুপে পরিত্যক্ত অবস্থায় ০১টি অস্ত্র পেয়েছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ডিউটিতে থাকা অফিসার সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১টি পুরাতন জং-ধরা, আংশিক পোড়া, অচল রিভলবার, যাহা বাটসহ লম্বা সাড়ে আট ইঞ্চি, যাহার মাজলের সামনের অংশ ভাঙ্গা, ফায়ারিং পিন ভাঙ্গা। যাহার বডিতে ইংরেজীতে D1178 এবং MADE IN PAKISTAN লেখা আছে ও ৫টি জং-ধরা, নষ্ট, অচল,আংশিক পোড়া রিভলবারের গুলি উদ্ধারপূর্বক জব্দ করেন। বর্তমানে জব্দকৃত আলামত বন্দর থানার মালখানায় সংরক্ষিত আছে।