নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল” এর দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রথম টিউব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাটহাজারী নিউজ
শনিবার (২৬ নভেম্বর) সকালে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রথম টিউব উদ্বোধন করেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ কর্তৃক পতেঙ্গা প্রান্তে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রথম টিউব উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা এমপি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এর দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।