নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডে গাউছিয়া গ্রোসারিতে কি আছে বাইর বলেই অস্ত্র দিয়ে জিম্মি করে দোকানের দুই ক্যাশের টাকা লুট করার সময় ডাকাতের গুলিতে আহত সেনা সদস্যের পরিবারের দায়ের করা মামলার আসামী মোঃ নুর হোসেনকে গ্রেফতার করে র্যাব-৭ ।
সোমবার (৫ মে) বিকাল ৪টার দিকে হাটহাজারী থানার দস্যূতা মামলার সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করার বিষয়টি গণমাধ্যমে জানান র্যাব-৭ ।
গ্রেফতার আসামী মোঃ নুর হোসেন প্রকাশ নুর মিয়া প্রকাশ নুরাইয়া (৫২), পিতা- মৃত জাফর আহাম্মদ প্রকাশ জাকির হোসেন, সাং-ফরহাদাবাদ, থানা-হাটহাজারী।
র্যাব-৭ জানায়, হাটহাজারী থানা এলাকায় সেনা সদস্যকে গুলি করে দস্যূতা মামলা দায়ের করার পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মামলার নং-২১, তারিখ ২৭ এপ্রিল ২০২৫ইং, ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৬০ মামলার সন্ধিগ্ধ পলাতক আসামী মোঃ নুর হোসেন হাটহাজারী থানাধীন লালিয়ার হাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩ মে রাত সাড়ে ১১টার একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নুর হোসেন প্রকাশ নুর মিয়া প্রকাশ নুরাইয়া (৫২), পিতা- মৃত জাফর আহাম্মদ প্রকাশ জাকির হোসেন, সাং-ফরহাদাবাদ, থানা-হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার সন্ধিগ্ধ পলাতক আসামী মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী আজ সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী নুর হোসেন কে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে কি আছে বাইর বলেই অস্ত্র দিয়ে জিম্মি করে দোকানের দুই ক্যাশের টাকা নেয়ার সময় ছোট ভাই দৌড়ে এসে বড় ভাই কে বাঁচাতে গিয়ে ডাকাতদের গুলিতে আহত সেনা সদস্য ছোট ভাই শহিদুল ইসলাম সায়েম(২৫)।
আহত শহিদুল ইসলাম সায়েম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম বাবু বলেন, আমার ভাই সব হিসাব নিকাশ করতে বসেছে তাই আমি ঘরে চলে আসি। এরপর দীর্ঘ সময় হয়ে গেছে। তারপর সিসি ক্যামেরায় দেখছি কেন দেরি হচ্ছে। দেখলাম ৪ জন মুখোশ পরে অস্ত্র দিয়ে আমার বড় ভাই রাসেদকে জিম্মি করে দোকানের দুই ক্যাশের টাকা ও দামি সিগারেট সব নিয়ে যাবার সময় বাড়ির সিসি ক্যামেরায় ডাকাতি দেখে ছোট ভাই দৌড়ে এসে বড় ভাই কে বাঁচাতে গিয়ে ডাকাতদের গুলিতে আহত ছোট ভাই শহিদুল ইসলাম সায়েম(২৫)। তাকে উদ্ধার করে আলিফ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিএমএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত আইসিইউতে ভর্তি করেন।
এ ঘটনার খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।