নিজস্ব প্রতিবেদক:
খুলনার সদর থানাধীন খানজাহান আলী হকার্স মার্কেটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র্যাব নিষিদ্ধ ঘোষিত ৩৮৭৫ কেজি পলিথিন জব্দ করে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা চলে এ অভিযান।
র্যাব ৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোস্তাক আহমেদ বলেন, র্যাব-৬ এর একটি আভিযানিক দল ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর, খুলনার সমন্বয়ে কেএমপি খুলনার সদর থানাধীন খানজাহান আলী হকার্স মার্কেটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালীন নিষিদ্ধ ঘোষিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রয় ও গুদামজাত করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা মোতাবেক ১। মোঃ লিমন (৩৮)কে ৩০,০০০/- টাকা, ২। মোঃ রনি(৩৬)কে ১৫,০০০/- টাকা এবং ৩। মোঃ রনি(৩৬)কে ২০,০০০/- টাকাসহ সর্বমোট ৬৫,০০০/- (পয়ষট্টি হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত ৩৮৭৫ কেজি পলিথিন উদ্ধার পূর্বক ধংস করা হয়।
অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিদের ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।