নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ এ নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টার দিকে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে জনক চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল এ শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
বিজ্ঞাপন
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাকবৃন্দ উপস্থিত ছিলেন।