নিজস্ব প্রতিবেদক:
রাউজান উপজেলা রমজান আলী হাট সংলগ্ন এলাকায় ভুয়া লাইসেন্সধারী একটি করাতকল বন্ধ করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভুমি কমিশনার রিদুয়ানুল ইসলাম।
বিজ্ঞাপন
সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টার সময় উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথ অভিযান পরিচালনা করেন।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, রাউজান উপজেলা প্রশাসন ও রাউজানঢালা বিট কাম চেক স্টেশন কর্মকর্তার যৌথ অভিযান চালিয়ে রমজান আলী হাট সংলগ্ন এলাকায় ভুয়া লাইসেন্সধারী ১ টি করাতকল বন্ধ করে দেওয়া হয়েছে। নীতিমালা বর্হিভুতভাবে করাতকল পরিচালনা করার দায়ে করাতকলটি সীলগালা করা হয়। এছাড়া অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ঐ করাতকলে স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ।