নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
নেশা মিশিয়ে প্রেমিক কে হত্যা: প্রেমিকাসহ গ্রেফতার ২ চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নির্বাচন:১৩ পদের জন্য মনোনয়ন ফরম কিনেছেন ৪৬ প্রার্থী পরিত্যক্ত রিভলবারসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার কম্বলের রহস্য কী? সাত বছর পরে জানতে পারে স্বামীকে হত্যা করলো স্ত্রী! ডাকাতির সময় সেনা সদস্যের গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা: গ্রেফতার ১ সাংবাদিক আব্দুল আউয়াল রোকনের পিতার মৃত্যুবার্ষিকীতে হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা  হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া দুই পরিবারকে দেখতে গেলেন উপদেষ্টা ফারুক-ই আযম ফরহাদাবাদে নিজের গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করলেন উপদেষ্টা ফারুক ই আজম  শাহ সূফী ছৈয়্যদ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”র  ওরছ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হাটহাজারী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
খালাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের হামলায় নারীসহ আহত ৫

খালাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের হামলায় নারীসহ আহত ৫

হাটহাজারী নিউজ ডেস্ক:

সীতাকুণ্ড উপজেলার কুমিরা হিঙ্গুরী পাড়া বাইতুল হাসান জামে মসজিদের সামনে খালাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন।

গত রবিবার (২ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছুরিকাঘাতে আহত রবিউল হোসেন সাব্বির ৭ জনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

 

অভিযুক্তরা হলো- মো. রাফিত (২২), সাদিন (২০), মো. মিনহাজ (২০), তাসিন (২১), মো. শাওন ((২২), আলছু (২০) ও নয়ন (২২)। তারা সবাই কুমিরা হিঙ্গুরী পাড়া এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, রবিউল হোসেন সাব্বিরের খালাতো বোনকে উত্যক্ত করতো ওই এলাকার কয়েকজন বখাটে যুবক। এর প্রতিবাদ করেছিল রবিউল হোসেন সাব্বির। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে বখাটের বিরুদ্ধে সোচ্চার হন এলাকাবাসী।

রোববার সন্ধ্যায় সাব্বির তার খালাতো বোনসহ আত্নীয় স্বজনকে নিয়ে কুমিরায় যাওয়ার পথে বখাটেরা এলোপাতাড়ি হামলা চালায়। বখাটেদের চাকুর আঘাতে রক্তাক্ত হন সাব্বিরসহ ৫জন। এসময় সতেরো হাজার দুইশ’ পঞ্চাশ টাকা হাতিয়ে নেয় তারা। পরে আমাদের চিৎকারে শুনে আশপাশের মানুষ ছুটে আসলে পালিয়ে যায় বখাটেরা।

স্থানীয়রা জানান, যুবকগুলো সবসময় সংঘবদ্ধ থাকে। সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। এদের উৎপাতে স্কুল- কলেজের শিক্ষার্থীরা আতঙ্ক বিরাজ করে। তারা রাস্তায় চলাচলরত মেয়েদের উত্ত্যক্ত করতে দেখা যায়।

আহতরা হলেন, তানিয়া আকতার, মুন্নি আক্তার, মোবারক হোসেন টিটু, সবুজ মিয়া ও রবিউল হোসেন সাব্বির।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, খালাতো বোনদের নিয়ে সাব্বির কুমিরা বাজারে যাওয়ার পথে অভিযুক্তরা হামলা করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com