নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, কোন অপশক্তিকে অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। তাই সকল ষড়যন্ত্র মোকাবিলায় নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে।
বিজ্ঞাপন
রবিবার (১১ ডিসেম্বর) সকালে দোস্ত বিল্ডিং কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সূদীর্ঘ পথচলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বারে বারে ষড়যন্ত্র হয়েছে কিন্তু ত্যাগী নেতা কর্মীদের কারণে তা সব সময় কাটিয়ে উঠা সম্ভব হয়েছে।
এতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান।
বিজ্ঞাপন
সভায় আগামী ২৪ ডিসেম্বর কাউন্সিলর ও বিপুল সংখ্যক ডেলিগেট সহকারে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদানের সিদ্ধান্ত চুড়ান্ত করা হয় এবং যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উসযাপনে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়।
বিজ্ঞাপন
সভায় এক প্রস্তাবে বিগত ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসমুদ্রে পরিণত করায় বীর চট্টলার বীর জনতাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
বিজ্ঞাপন
এসব কর্মসূচী সফল করতে বিভিন্ন উপ পরিষদ গঠন করা হয়।সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন,এড ফখরুদ্দিন চৌধুরী,মো আবুল কালাম আজাদ,জসিম উদ্দিন মহিউদ্দিন রাশেদ,স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার,দেবাশীষ পালিত,জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু,নজরুল ইসলাম তালুকদার, সম্পাদক মন্ডলীর সদস্য মহসীন জাহাঙ্গীর,আলাউদ্দিন সাবেরী,প্রদীপ চক্রবত্তী,মো নুর খান,নাজিম উদ্দিন তালুকদার,ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু,আবু তালেব,এনায়েত হোসেন নয়ন,ব্যারিষ্টার প্রিয়াংকা আহসান,আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আবুল বশর, দিদারুল আলম বাবুল,বেদারুল আলম চৌধুরী বেদার,মো ইদ্রিচ, সরোয়ার হাসান জামিল,ফেরদৌস হোসেন আরিফ, ফোরকান উদ্দিন আহমেদ,মো সেলিম উদ্দিন,আখতার হোসেন খান,মহিউদ্দিন আহমেদ মঞ্জু, ডা নুর উদ্দিন জাহেদ,মো ইসমাঈল হোসেন, গোলাম রব্বানী, সাহেদ সরোয়ার শামীম, আব্দুল হালিম, বখতেয়ার সাঈদ ইরান, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ প্রমুখ।