নিজস্ব প্রতিবেদক:
সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেনে সিলিন্ডার বিস্ফোরণের অনেক লোক হতাহত হয়েছে। তাদেরকে সাহায্যর্থে এগিয়ে আসার জন্য অনুরোধ করলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান।
[caption id="attachment_7490" align="alignnone" width="300"] সীতাকুণ্ড অবস্থানরত উপজেলা যুবলীগের সকাল স্তরের নেতাকর্মীদের সাহায্যর্থে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম[/caption]
শনিবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটার পরেই চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান নিজের ফেইসবুক আইডিতে সীতাকুণ্ড অবস্থানরত উপজেলা যুবলীগের সকাল স্তরের নেতাকর্মীদের সাহায্যর্থে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে আহত হয়েছেন ৩০ জন। এ ভয়াবহ বিস্ফোরণে কারও হাত উড়ে গেছে, কারও চোখ! হতাহতের অভিভাবকদের আহাজারিতে ভারী হয়ে গেছে চট্টগ্রাম মেডিকেলে।