প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২২, ১০:০৪ এ.এম
ভারতীয় পর্যটক সী-বিচে ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের শুভেচ্ছা

আবদুল আউয়াল রোকনঃ
ভারতীয় পযর্টকদের শুভেচ্ছা জানান ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়ন। ভারতের এিপুরা রাজ্য থেকে আসা ৫০ জন পর্যটকদের ফুলেল শুভেচছা জানান চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"]
বিজ্ঞাপন[/caption]
৩০ ডিসেম্বর শুত্রুবার বিকাল ৫ টার সময় ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ৫০জন পযর্টকের একটি দল পতেঙ্গা সমুদ্র সৈকত পরিদর্শন করতে আসেন। চট্রগ্রাম ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে এবং ফুল দিয়ে বরণ করেন পতেংগা সী বিচে আগত ভারতীয় পর্যটক দলকে। এই সময় উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের এসপি মো. আপেল মাহমুদ। পতেংগা সী বিচ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. ইসরাফিল মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পতেঙ্গা টুরিস্ট পুলিশের আতিথিয়তা পেয়ে তারা মুগ্ধ হয়ে পতেঙ্গা ট্যুরিস্ট পুলিশের কৃতজ্ঞতা প্রকাশ করে।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"]
বিজ্ঞাপন[/caption]
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আগতদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করে চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশ। পতেংগা সী বিচে আগত ভারতীয় পর্যটক বাংলাদেশের পর্যটন কেন্দ্র পরিদর্শন করে ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন।
Copyright © 2025 Hathazarinews.com. All rights reserved.