হাটহাজারী নিউজ ডেস্ক:
ফটিকছড়ি-রামগড় সড়কের নারায়ণহাট ইউনিয়নের ভাঙ্গা পুলের সামনের টেকে বেপরোয়া ভাবে উল্টোপথে আসা বাসের চাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী মো. ওসমান (২০) নামের এক যুবকের।
বিজ্ঞাপনে
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান ভুজপুর ইউনিয়নের জঙ্গল কৈয়া টাইলস মিস্ত্রি মোশারফ হোসেন এর ছোট ভাই। এ ঘটনায় আহত আরো এক যুবকের অবস্থা গুরুত্বর।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-নারায়াণহাটের একটি বাস টেকের মধ্যে উলটোদিক এসে মোটরসাইকেল কে মেরে দেয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় ২জনকে মেডিক্যাল এ নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার পরপরই বাসের ড্রাইভার পালিয়ে যায়।
ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, নারায়াণহাটে টেকের মধ্যে উলটোদিক এসে বাস মোটরসাইকেল কে মেরে দেয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। ড্রাইভার পলাতক।(সংগৃহীত)