নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
নেশা মিশিয়ে প্রেমিক কে হত্যা: প্রেমিকাসহ গ্রেফতার ২ চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নির্বাচন:১৩ পদের জন্য মনোনয়ন ফরম কিনেছেন ৪৬ প্রার্থী পরিত্যক্ত রিভলবারসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার কম্বলের রহস্য কী? সাত বছর পরে জানতে পারে স্বামীকে হত্যা করলো স্ত্রী! ডাকাতির সময় সেনা সদস্যের গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা: গ্রেফতার ১ সাংবাদিক আব্দুল আউয়াল রোকনের পিতার মৃত্যুবার্ষিকীতে হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা  হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া দুই পরিবারকে দেখতে গেলেন উপদেষ্টা ফারুক-ই আযম ফরহাদাবাদে নিজের গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করলেন উপদেষ্টা ফারুক ই আজম  শাহ সূফী ছৈয়্যদ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”র  ওরছ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হাটহাজারী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছোরার ভয়ভীতি দেখিয়ে কাভার্ডভ্যানের তালা ভেঙে মালামাল ছিনতাই: মালামালসহ আটক ১

ছোরার ভয়ভীতি দেখিয়ে কাভার্ডভ্যানের তালা ভেঙে মালামাল ছিনতাই: মালামালসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এনপিবি গেইট সংলগ্ন ফ্লাইওভারের মুখে যানজট থাকার সুবাধে ক্যাভাডভ্যানের তালা ভেঙে মালামাল চুরি করার সময় বাঁধা দিলে ছোরার ভয় দেখিয়ে মালামাল ছিনিয়ে নেওয়া ঘটনায় ছিনতাইকৃত মালামাল নিয়ে সিএনজি গাড়িসহ বেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

গত মঙ্গলবার (২০ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা বলেন, গত মঙ্গলবার ২০ জুন রাত অনুমান ৮টার দিকে  আমদানীকারক প্রতিষ্ঠান-এন.এস সিরামিক কর্তৃক আমদানীকৃত টাইলস চট্টগ্রাম বন্দর সল্টগোলা ক্রসিং এনসিটি ইয়ার্ড হতে ৪৯৯ (চারশত নিরানব্বই) কার্টন টাইলস গাড়িতে লোড করে ঢাকা যাওয়ার পথে একই তারিখ রাত অনুমান ৮টা ২০ মিনিটের দিকে বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এনপিবি গেইট সংলগ্ন ফ্লাইওভারের মুখে পৌঁছালে কিছুটা জ্যাম থাকায় গাড়িটি ধীর গতিতে চলতে থাকলে বাদি হঠাৎ গাড়ির পিছনের তালা ভাঙার শব্দ শুনতে পান। তিনি তৎক্ষনাৎ গাড়িটি থামিয়ে পিছনে গিয়ে একটি সিএনজি চালিত গাড়িসহ ০৩ জন ব্যক্তিকে বাদির গাড়ির তালা ভেঙে গাড়ির ভিতরে থাকা কার্টনভর্তি টাইলসের মধ্য হতে কয়েকটি টাইলসের কার্টন সিএনজিতে তোলার সময় বাদি বাধা প্রদান করলে এজাহারনামীয় পলাতক ২ নং আসামি তার গলায় ছুরি ধরে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার গাড়ি হতে বের করা টাইলসের কার্টন ছিনিয়ে নিয়ে সিএনজি যোগে চলে যায়।

বাদি গাড়ি নিয়ে সামনে এগোলে টহল পুলিশ দেখে তিনি তাদের নিকট ঘটনার বিস্তারিত জানান। খোঁজাখুঁজির একপর্যায়ে বন্দর থানা পুলিশ সিএনজিসহ একজন সন্দেহজনক ব্যক্তিকে আটক করে। পরে বাদি বন্দর থানায় এসে পুলিশ কর্তৃক ধৃত ব্যক্তি ১ নং আসামি মোঃ বেলাল হোসেন (২৯) এবং ঘটনার সময় আসামিদের ব্যবহৃত সিএনজি চালিত গাড়ি ও সেটিতে থাকা বাদির গাড়ি হতে ছিনতাইকৃত টাইলসের ০২টি কার্টন শনাক্ত করেন। ঘটনায় আটককৃত সিএনজি যার রেজিঃ নম্বর-চট্টমেট্টো-থ-১২-৫২৭৮ এবং সেটিতে থাকা নিম্নোল্লিখিত মালামাল জব্দতালিকামূলে উদ্ধার করে-

(ক) ০২ (দুই) কার্টন টাইলস, যার মূল্য অনুমান ৮,০০০/-v(আট হাজার) টাকা।
(খ) ০৫ কার্টন NOAH PARTS OF RICE COOKER HEATING PLATE ও একটি ছেঁড়া কার্টনে কিছু PARTS OF RICE COOKER IRON FOOT.
(গ) তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত উভয়দিকে সুঁচালো একটি লোহার রড।

উক্ত ঘটনায় বাদি মোঃ দুলাল (৩৬) এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে বন্দর থানায় পেনাল কোড আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com