নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় চট্টগ্রামেও একযোগে পালিত হচ্ছে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। উক্ত ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ) রাশেদা আক্তার।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে নগরীর বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর এবং চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এম.ও সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান উপ-পরিচালক ডাঃ অংসুই প্রু মারমা , সহকারী পরিচালক ডাঃ রাজিব পালিত, ডাঃ শাহিদা আক্তার।