নিজস্ব প্রতিবেদক:
পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিবিধ চিড়াই কাঠ ৬৪২ টু = ২৪৭.৩৯ ঘনফুট বোঝাই মিনি পিকআপ (নং-চ:মে:ড: ১১-০০১৫)সহ দুই জন আসামীকে আটক করে বনবিভাগ।
শুক্রবার (২৫ মার্চ) মধ্যরাত আড়াই টার দিকে এ কাঠ জব্দ করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিবিধ চিড়াই কাঠ ৬৪২ টু = ২৪৭.৩৯ ঘনফুট বোঝাই মিনি পিক আপ (নং-চ:মে:ড: ১১-০০১৫) জব্দ করা হয় এবং দুইজন আসামী হাতে নাতে ধৃত করা হয়।
পরে জব্দকৃত মালামাল কালুরঘাট ডিপো হেফাজতে রাখা হয় এবং ধৃত আসামী কোর্ট এ সোপর্দ করাসহ বন আইনে পি,ও,আর মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে ।।