নিজস্ব প্রতিবেদক:
বায়েজিদ থানাধীন শেরশাহ নামক স্থানে বিবিধ গোলকাঠ বোঝাই ট্রাক (নং-চ:মে:ট-১১-৮৫৫০) সহ দুইজনকে আটক করে র্যাব ও বনবিভাগ।
শুক্রবার ( ১৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে কাঠ ভর্তি ট্রাক আটক করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, বায়েজিদ থানাধীন শেরশাহ নামক স্থানে RAB -7 সহ যৌথ অভিযান চালিয়ে বিবিধ গোলকাঠ বোঝাই ট্রাক (নং-চ:মে:ট-১১-৮৫৫০) সংকেত দিয়ে থামানো হয়, তাৎক্ষনিক পরীক্ষান্তে বৈধ কোন চিহ্ন না থাকায় দুইজন আসামী ও বিবিধ গোল কাঠ বোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
পরে জব্দকৃত মালামাল কালুরঘাট ডিপো হেফাজতে রাখা হয় এবং ধৃত আসামী দুজন কোর্ট এ সোপর্দ করাসহ পি,ও,আর বন মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে ।।