নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর ইপিজড থানাধীন বন্দরঠিলায় লরীর চাপায় পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু সালেহ (৩৮) ও তাঁর ছেলে আবদুল মোমিন (৫)।
আহত অপর ছেলের নাম মাহিত (৪)। তারা বন্দরটিলার আকমল আলী রোডে থাকেন বলে জানা যায়। আবু সালেহ ইপিজেডের এইচকেডি গার্মেন্টসে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাটগড় থেকে আসার সময় একটি লরি রিক্সাকে চাপা দেয়। এতে রিক্সায় থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। তবে রিক্সা থেকে ছিটকে পড়ে বেঁচে গেছেন মা।
ইপিজেড থানার এসআই আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, পতেঙ্গা থেকে আগ্রাবাদমুখী লরি বন্দরটিলার শাহপ্লাজার সামনে একটি রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হন। এ ঘটনায় লরি চালককে আটক করা হয়েছে।