নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি উপজেলার পেলা গাজীর দিঘীর মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০ টু: = ৭১.৮৩ ঘনফুট আকাশমনি গোলকাঠ বোঝাই জীপগাড়ীটি আটক করে বনবিভাগ।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, ফটিকছড়ি উপজেলার পেলা গাজীর দিঘীর মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০ টু: = ৭১.৮৩ ঘনফুট আকাশমনি গোলকাঠ বোঝাই জীপগাড়ীটি আটক ও তল্লাসী পূর্বক বৈধ কাগজপত্র না পাওয়ায় জব্দ করা হয়।
পরে জব্দকৃত মালামাল হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়। বন মামলা দায়েরের কাজ চলমান রয়েছে ।