নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারের পশ্চিম প্বার্শ্বে মোয়াজ্জিন পাড়ার একটি টিলা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় আলী আকবর (২৫) নামের এক যুবককের লাশ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আকবর ওই এলাকার মোঃ সামশুল আলমের ছেলে। পেশায় পাইপ ফিটিংস মিস্ত্রি । গত বছর দেড়েক আগে সে বিয়েও করে।
ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধার করে নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।