নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের শান্তিরহাট বাজারে মোটরসাইকেলের ধাক্কায় ছানা উল্লাহ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ছানাউল্লাহ একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ মোজাহের মাষ্টার বাড়ীর বাসিন্দা।
নিহত ছানাউল্লাহ সকালে রাস্তার পাড় হচ্ছিল। এ সময় দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মাথায় মারাত্মক আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। সেখানে দুপুরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক দেবরঞ্জন খীসা বলেন, ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে।