নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিদ্দিক মাস্টারের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ওয়াহিদুরজ্জামান তানভীর (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
সে ওই এলাকার ছিদ্দিক মাষ্টার বাড়ীর তৌহিদুজ্জামানের ছেলে৷
ঘরে ফ্যান লাগানোর জন্য কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে থাকে। এ সময় তাঁর বাবা মসজিদ হতে নামাজ পড়ে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করলে ছেলেকে মাটিতে পড়া অবস্থায় হাতে প্লাস ও বৈদ্যুতিক তার দেখে সুইচ বন্ধ করে।
মুমূর্ষু অবস্থা তানভীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।