হাটহাজারী নিউজ ডেস্কঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে ভাইয়ের মৎস খামারে মিটু দে (৩৮) নামে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অনুকূল চন্দ্র বৈদ্যের বাড়ীতে এ ঘটনা ঘটে। অস্বাভাবিক এ মৃত্যুর ঘটনাটি দুপুরে ঘটলেও পুলিশ ঘটনাস্থলে আসে লাশ সৎকারের পরে।
বিজ্ঞাপন
জানা যায়, সোমবার দুপুরে ওই এলাকার নির্মল চন্দ্র দে দ্বিতীয় ছেলে মিটু দে তার আপন ভাই টিটু দে’র মৎস্য খামারে কাজ করছিল। এ সময় মাছ চোরদের জন্য স্থাপিত অবৈধ বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। পথচারীরা দেখতে পেয়ে মিটুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ বাড়ীতে এনে রাত সাড়ে ৯ টার দিকে সৎকার করে স্বজনরা। রাতে সৎকার প্রক্রিয়া শেষ হলে ঘটনাস্থলে আসে থানা পুলিশ।
বিজ্ঞাপন
এ ব্যাপারে জানতে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
বিজ্ঞাপন
অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে স্থানীয় ইউ.পি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। তবে থানা পুলিশকে জানায় নি৷ আমার জানানো উচিৎ ছিলো। (সংগৃহীত)