নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি পৌরসভার গাউছিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এবং নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের সুয়াবিল লালমাটিয়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ মার্চ) দুপুরে নাজিরহাট ও রাতে ফটিকছড়ি আন্ডা মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওয়াহাব মিয়া (২৮) এবং দুলা মিয়া (৯৫) নামে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ওয়াহাব মিয়া পাইন্দং ইউপির ১নং ওয়ার্ডের ফকিরাচান এলাকার পূর্ব পাড়ার মোহাম্মদ সৈয়দুল হকের পুত্র, নিহত দুলা মিয়া ওই এলাকার মৃত ইব্রাহীমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাউছিয়া মার্কেটে দক্ষিণ পাশে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ৪ জন আরোহী আহত হলে পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত ওয়াহাব মিয়ার শারীরিক অবস্থা আশংকাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এ প্রেরণ করে।
অন্যদিকে বুধবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেল দুলা মিয়াকে ধাক্কা দেয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ওই বৃদ্ধ। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী বলেন, ‘নিহতের পরিবারের কারো অভিযোগ পাওয়া যায়নি।