নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড লালমাঝি পাড়া এলাকা থেকে লাকী আকতার (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এ আত্মা হত্যা করে।
তিনি ঐ এলাকার মৃত রহিম বক্স এর মেয়ে ও জানে আলম প্রকাশ গুন্নুর স্ত্রী। ২ ছেলে ও ১ মেয়ের জননী।
থানা সূত্রে জানা যায়, ছোট ছেলে মাকে খুজে না পেয়ে এক পর্যায়ে ঘরের ছাদে গেলে তার ছোট ছেলে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে।
পরে থানায় পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বলছে বেশ কিছুদিন ধরে লাকি আক্তার মানসিক অসুস্থতা ও জ্বিনের প্রভাবে ভুগছিলেন। এ নিয়ে তার চিকিৎসাও করা হয়।
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার সোহেল কুদ্দুস বলেন, আমরা স্থানীয় দু’জন মহিলার মাধ্যমে লাশ নামিয়ে প্রাথমিক তদন্ত শেষে থানায় নিয়ে আসি।