নিজস্ব প্রতিবেদকঃ
ফটিকছড়িতে লাকি আক্তার (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রোববার (১৭ এপ্রিল) সকালে ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের লাল মাঝিপাড়া এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাকি আক্তার স্থানীয় জানে আলম প্রকাশ গুন্নুর স্ত্রী। তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জননী।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ছোট ছেলে মাকে খুঁজে না পেয়ে একপর্যায়ে ঘরের ছাদে গেলে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে। এসময় আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বিজ্ঞাপন
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক সোহেল কুদ্দুস বলেন, ঝুলন্ত অবস্থা থেকে নিহত লাকি আক্তারের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।