নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে আক্তার হোসেনর বাড়িতে গুদামঘরে মজুত করে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভুমি কমিশনার এসএম আলমগীর হোসেন।
বিজ্ঞাপন
শনিবার (৭ মে) রাতে অবৈধ গুদামঘরে মজুত করে রাখার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
ফটিকছড়ি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভুমি কমিশনার এসএম আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যাওয়াই অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মজুদকৃত তেল চব্বিশ ঘন্টার মধ্যে খোলা বাজারে বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।