নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
২০ এপ্রিল (বুধবার) সকাল ৯টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের উত্তর কাঞ্চনগর জড়ঝরি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত গৃহবধু রিনা আক্তার (৪০) ওই এলাকার মোহাম্মদ শাহ আলমের স্ত্রী। তার ২ ছেলে ১ কন্যা সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে রিনা আক্তার নামে এক মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। গাছ ভেঙে পড়ে তার মাথায় আঘাত হয়। হাসপাতালে আনার পূর্বেই ওই মহিলা মারা যান।