নিজস্ব প্রতিবেদকঃ
ফটিকছড়ির সুয়াবিলে বাজি ফুটাতে গিয়ে প্রকাশ দাশ নামে এক কিশোরের হাতের আঙ্গুল উড়ে গেছে।
(৩০ এপ্রিল) রাতে ইউনিয়নের উদালিয়া চা বাগান এলাকায় বিয়ের অনুষ্ঠানে আতশবাজি করতে গিয়ে এ ঘটনা ঘটে। আহত প্রকাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, শনিবার রাতে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় আনন্দের অংশ হিসেবে দলবল নিয়ে আতশবাজি করছিল সে। বাজি ফোটানোর একপর্যায়ে তার বাম হাতের দু’টি আঙ্গুল উড়ে যায়। আহত অবন্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তার স্বজনরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। আহত প্রকাশ উদালিয়া চা বাগানের শ্রমিক কমল দাশের ছেলে।