নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার ওবাইদিয়া থেকে জাকারিয়া ফারুকী (৪৭) নামে এক ভুয়া ডিবি আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে পুলিশ তাকে আটক করে।
আটককৃত জাকারিয়া ফারুকী রাউজান উপজেলার উত্তর সর্তা আকবর শাহ বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।
থানা সুত্রে জানা যায়, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় ডিবি পুলিশ পরিচয়ে মাদ্রাসার বাৎসরিক আর্থিক নিরীক্ষার কাগজপত্র দেখতে চান আটককৃত জাকারিয়া। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক মাদ্রাসা গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে পুলিশ৷ এর আগে নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাতেও একই কায়দায় বাৎসরিক আয়ের নিরিক্ষার কাগজপত্র দেখাতে বলে এই ভুয়া গোয়েন্দা।
তখন মাদ্রাসায় অনিয়ম হচ্ছে দাবী করে তিনি দশ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরে তাকে এক হাজার টাকা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।
ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ভুয়া গোয়েন্দা পুলিশকে আটক করি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।