আবদুল আউয়াল রোকন:
পতেঙ্গা সী বীচে পরিবারের সাথে বেড়াতে এসে হারিয়ে যাওয়া ২ শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করলো টুরিস্ট পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল) পতেঙ্গা জোনের টুরিস্ট পুলিশ হারানো শিশু দুইজন কে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সী বিচ এলাকায় অভিভাবকদের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে যাওয়া দুই শিশু হল:
১।মোঃকামরুল হাসান (১০),পিতা- মোঃ কামাল হোসেন, মা-নাজমা আক্তার, গ্রামঃ ভেল্ল্যাপাড়া,থানাঃ পটিয়া, জেলাঃ চট্টগ্রাম, মোবাঃ০১৭২৪৫৩৩০৭৯।
হারিয়ে যাওয়া শিশু কামরুল হাসান
২। সালমা আক্তার (১০), পিতাঃ আব্দুস সালাম, মাতাঃ আনু বেগম,সাং লালখান বাজার,মতি ঝর্ণা, থানা -খুলশী,চট্টগ্রাম।,মোবাঃ ০১৭১৮-৬৩২৯৯৩
টুরিস্ট পুলিশ চট্টগ্রাম জোনের পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, সী বীচে অভিভাবকদের কাছে থেকে হারিয়ে যাওয়া পতেঙ্গা টুরিস্ট পুলিশের সদস্যগণ তাদের উদ্ধার করে অভিভাবকদের খুঁজে বের করে হস্তান্তর করে।