আবদুল আউয়াল রোকন:
পতেঙ্গা সী বীচে অভিভাবকদের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে যাওয়া ৫ শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন টুরিস্ট পুলিশ!
রবিবার (২৩ এপ্রিল) পতেঙ্গা জোনের টুরিস্ট পুলিশ হারানো ৫ শিশুকে উদ্ধার ও হস্তান্তর করা হয়।
পতেঙ্গা টুরিস্ট পুলিশ জোনের পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, আজ রবিবার পতেঙ্গা সী বিচ এলাকায় অভিভাবকদের সঙ্গে বেড়াতে এসে
১। শিশু মোঃ সাদ্দাম হোসেন (৭) পিতা মোঃ সোহেল, মা সালমা বেগম, সাং কালুরঘাট সিএমপি চট্রগ্রাম।মোবাঃ ০১৭৩৯০৩৩৯১
হারিয়ে যাওয়া শিশু সাদ্দাম হোসেন
২। শিশু জান্নাতুল আরা(৬) পিতা মোঃ সোহেল উদ্দিন, মা রিনা বেগম, সাং আলীনগর থানা অষ্টগ্রাম জেলা কিশোর গন্জ মোবাইল ০১৮৮১৪০৩৩২৪
কন্যা শিশু জান্নাতুল
৩। শিশু রুহান(৪) পিতা মোঃ তারেক মিয়া, মা রুবি আক্তার, সাং মেগা থানা চাটখিল জেলা নোয়াখালী মোবাইল ০১৭৫০৪০০২৭০
শিশু রুহান
৪। শিশু সানী মিয়া (৪) পিতা মোঃ রুবেল মা সানিয়া বেগম সাং কাটগর পতেঙ্গা চট্রগ্রাম।মোবাইল ০১৯৮০৫৮০৩৮৩
শিশু সানী মিয়া
৫। শিশু মোঃ শাহাব উদ্দিন (৭) পিতা মোঃ আনোয়ার হোসেন, সাং রহনপুর থানা গোমস্তপুর জেলা চাঁপাইনবাবগঞ্জে। মোবাইল ০১৮৩৬৫১২০৪৬ ।
শিশু সাহাব উদ্দিন
তিনি আরও বলেন, এই ৫ শিশু হারিয়ে গেলে পতেঙ্গা টুরিস্ট পুলিশের সদস্যগণ তাদের উদ্ধার করে অভিভাবকদের খুঁজে বের করে হস্তান্তর করে।