নিজস্ব প্রতিবেদক:
পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে কালো বাজারী, মাদক ও বিভিন্ন সহিংসতার মামলাসহ মোট ১৩ টি মামলার এজাহারনামীয় সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহিদ হোসেন (৪৪) কে আটক করেছে র্যাব-৭।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগর মোহাম্মদপুর থানায় রুজুকৃত কালো বাজারী, মাদক ব্যবসায় ও বিভিন্ন সহিংসতার অপরাধে ১৩টি মামলা ও ০৪টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন মহাজন টাওয়ার এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ৩১ মার্চ ১টা ১৫ মিনিটের দিকে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ১। মোঃ জাহিদ হোসেন (৪৪), পিতা-মৃত আক্তার হোসেন, সাং- নতুন সাহেবের চর, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর, বর্তমানে সাং-বাসা নং-১১/১৫, নিউকলোনী আসাদ গেইট, লালমাটিয়া, থানা-মোহাম্মদপুর, ঢাকা মহানগর‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং অকপটে স্বীকার করে যে, সে ঢাকা মহানগর মোহাম্মদপুর থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১। ডিএমপি ঢাকা মোহাম্মদপুর থানার মামলা নং-২৭(০২)২০১৫, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)।, ২। মামলা নং-৬৫(০৯)২০১৮, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)।, ৩। মামলা নং-২০(০১)২০১৫, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)। ৪। মামলা নং-১৬৭/১৪৭১, তাং-৩১/১০/২০১৮, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি, ৫। মামলা নং-৫৩/১৩৫৭, তাং-০৯/১০/২০১৮, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি, ৬। মামলা নং-১৫৭/১২৮০, তাং-২৭/০৯/২০১৮, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩), ৭। মামলা নং-১০৮/১২৩১, তাং-১৯/০৯/২০১৮, ধারা-১৯০৮ সনের বিষ্ফোরক দ্রব্য আাইনের ৩/৫/৬, ৮। মামলা নং-১০৭/১২৩০, তাং-১৯/০৯/২০১৮, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩), ৯। মামলা নং-৯২/১২১৫, তাং-১৭/০৯/২০১৮, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩), ১০। মামলা নং-৬৫/১১৮৮, তাং-১২/০৯/২০১৮, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩), ১১। মামলা নং-৫৩/১১৭৬, তাং-১০/০৯/২০১৮, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩), ১২। মামলা নং-২৬/১১৪৯, তাং-০৫/০৯/২০১৮, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) এবং ১৩। ডিএমপি ঢাকা যাত্রাবাড়ী থানার মামলা নং-২৪(০৮)২০১৫, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) সহ সর্বমোট ১৩ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।