হাটহাজারী নিউজ ডেস্ক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পটিয়া উপজেলার বাইয়ার দিঘী এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ ৬ জন নিহত হয়েছেন।
সোমবার (১১ জুলাই) রাত ৭টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহত ৬ জনের ৫ জন অটোরিকশাটির যাত্রী অন্যজন ছিলেন চালক। তাদের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ। তাৎক্ষণিক এদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পটিয়া হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইয়ার দিঘী এলাকায় একটি শহরমুখী সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ি দুই দিকে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫জন এবং একজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।