নিজস্ব প্রতিবেদক:
বন্দর নগরী চট্টগ্রামে বিভিন্ন স্থানে নিবন্ধনহীন গাড়ি, হেলমেটবিহীন বাইক বেপরোয়াভাবে চালানোর অপরাধে ৪৩টি গাড়িসহ ২৮৪ জনকে আটক করে পুলিশ।
আটককৃত মোটরসাইকেল
বুধবার (৪ মে) ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ অভিযান।
বিজ্ঞাপন
সিএমপি জানায়, নগরীতে সিএমপি’র অভিযানে নিবন্ধনহীন গাড়ি, হেলমেটবিহীন বাইক বেপরোয়াভাবে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো এবং ট্রাকে করে উচ্চ শব্দে লাউডস্পিকারে গান বাজানোর অপরাধে ২৮৪ জন ব্যক্তি ও ৪৩ টি যানবাহন আটক করা হয়।
বিজ্ঞাপন
অপ্রাপ্তবয়স্ক চালক কর্তৃক বেপরোয়া বাইক চালানোর অপরাধে সিএমপি’র হেফাজতে থাকা শিশুদের অভিভাবকদেরকে ডেকে তাদের জিম্মায় প্রদান করা হয়।
বিজ্ঞাপন
এছাড়াও অভিভাকদেরকে বুঝানো হয়ে যে, লাইসেন্সবিহীন বাইক চালানো একটি অপরাধ এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য বাইক চালনা ঝুঁকিপূর্ণ।
বিজ্ঞাপন
নগরবাসীর জীবন ও সম্পদ নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
এর আগে ঈদের প্রথম দিন একই অপরাধের জন্য ৪০টি গাড়িসহ ৪২ জনকে আটক করে পুলিশ।