হাটহাজারী নিউজ ডেস্কঃ নগরের কোতোয়ালী থানার লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাকচাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা ওয়ার্ড কমিশনার বিল্ডিংয়ের মৃত হারুন রশিদ চৌধুরীর ছেলে মো. ইকবাল উদ্দীন চৌধুরী ও তার স্ত্রী সখিনা ফাতেমা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।তিনি বলেন, ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দুইজন স্বামী ও স্ত্রী।তাদের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।