নিজস্ব প্রতিবেদকঃ
ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৩ তম আসরে কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার জীবন বলী।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে প্রতিযোগিতার ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলীকে ২-০ পয়েন্টে হারিয়ে এই মুকুট জয় করেন জীবন।
খেলা চলাকালে প্রথমে দুই পয়েন্ট চলাকালে জীবন বলিকে জয়ী ঘোষণা করা হয়। এরপর দর্শকরা এর বিরোধিতা করলে মেয়র রেজাউল করিম চৌধুরী আরও ৫ মিনিট সময় দেন।
এরপর আবারো পাঁচ মিনিট পর নিজস্ব কৌশলে শাহ জালাল বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারেকুল ইসলাম জীবন বলি।