হাটহাজারী নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরি করার সময় তিন স্পেশাল ওয়ার্ড বয়কে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ জুলাই) সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন দিলীপ কুমার নাথ, আশীষ দাশ ও পলাশ ধর।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন স্পেশাল ওয়ার্ড বয় সরকারি ওষুধ চুরি করে বাইরে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।