হাটহাজারী নিউজ ডেস্কঃ
ইপিজেড থানাধীন কলসি দীঘির পাড়ের ধুমপাড়া এলাকায় আগুনে পুড়ে আব্দুল করিম নামের একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাস।
তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হতে পারিনি। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয়রা জানিয়েছেন, তিনি শতবর্ষী এবং কানে শোনেন না ও চোখে দেখেন না।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন বলেন, নগরের ইপিজেডের কলসি দীঘির পাড়ে কয়েকটি দোকান ও বসতঘরে সকাল সোয়া ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে আব্দুল করিম নামের ওই বৃদ্ধ মারা গেছেন। (সংগৃহীত)