নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
চট্টগ্রামের উন্নয়ন সংগ্রামে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহবান ; ব্যারিস্টার মনোয়ার

চট্টগ্রামের উন্নয়ন সংগ্রামে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহবান ; ব্যারিস্টার মনোয়ার

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রামের উন্নয়ন সংগ্রামে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে ব্যারিস্টার মনোয়ার তারুণ্য নিয়ে উচ্ছ্বাস ও আশাবাদ আমাদের সমাজে প্রবলভাবে উপস্থিত। তরুণেরাই সমাজের বল-ভরসা। চট্টগ্রামের উন্নয়ন সংগ্রামে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান এ কথা বলেন।

বিজ্ঞাপন

 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের কুটুমবাড়ি অডিটোরিয়াম হলে আয়োজিত গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এর সভাপতি তরুন সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য  ব্যারিস্টার মনোয়ার বলেন, ভাঙা-গড়ার চিরন্তন প্রবাহে তরুণেরা সামনের কাতারে থেকে নেতৃত্ব দেয়। এর অনেক উদাহরণ আছে পৃথিবীতে। সাম্প্রতিককালে যতগুলো বড় ঘটনা ঘটেছে, তাতে গুরুত্বপূর্ণ ও নিয়ামক ভূমিকা পালন করেছে তরুণ সমাজ। প্রাচীনকালেও এর ব্যত্যয় হয়নি। মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার অর্ধেক পৃথিবী জয় করে যখন মারা যান, তখন তাঁর বয়স মাত্র ২৩ বছর। হজরত মুহাম্মদ (সা.)-এর বয়স যখন বিশের কোঠায়, তখন তিনি হিলফুল ফুজুল নামের একটি সংগঠন তৈরি করে কুরাইশ বংশের বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যে সংহতি ও সমন্বয়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। হিলফুল ফুজুলকে আধুনিক নাগরিক সংগঠনের আদিরূপ বলা যেতে পারে। তৃতীয় মোগল সম্রাট আকবর মাত্র ১৩ বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন এবং ১৯ বছর বয়সে একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ শুরু করেছিলেন। তাঁর কূটনৈতিক ও সামরিক দূরদর্শিতার ফলেই ভারতবর্ষে একটি আধুনিক বৃহৎ রাষ্ট্রের প্রথম সিঁড়িটি তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

একুশ শতকের বাংলাদেশের দিকে তাকালে তারুণ্যের সেই দীপ্তি খুঁজে পাই না। এখানে এই বয়সে ছাত্রসংগঠনের কমিটিগুলোতে ঢোকার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়। তাই গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এর মতো সংগঠনকে নেতৃত্ব তৈরিতে ভুমিকা রাখতে হবে। গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম আতীতের মতো মানুষের পাশে থাকবে এ প্রত্যাশা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মির্জা ইমতিয়াজ শহীদ শাওন, জাহেদ কায়সার, শাদ ইরশাদ, সৈকত অন্তু, কামাল উদ্দিন, সেলিম তালুকদার আকাশ প্রমুখ।

পরে গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এন নতুন কমিটি ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

এতে মির্জা ইমতিয়াজ শহীদ শাওন’কে সভাপতি এবং জাহেদ কায়সার’কে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শাদ ইরশাদ, সৈকত শুভ্র, সালাম সৌরভ, এড সোহেল রানা, মোহাম্মদ কামাল, আসিফ ইকবাল, আব্দুল কাদের রাজু, সেলিম তালুকদার আকাশ, কাজী রোকন, মহি উদ্দিন মহিন, মুহম্মদ আলী রশিদ, আসাদুজ্জামান আছাদ, পূজন সেন, নূরুল ইসলাম সবুজ, বাবুল হোসেন বাবলা, এস এম আরা ফাতুল আলম, মোহাম্মদ মহিউদ্দিন, জুয়েল বড়ুয়া বাপ্পু, রহমান মিজান, জিয়াউর রহমান, সৈকত ঘোষ, এম আব্দুল্লাহ মজুমদার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com