হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন একইদিনে দুইজন বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল।
শনিবার (২৩ নভেম্বর) বিকাল বেলা একই ইউনিয়নের পশ্চিম ধলই এবং পুর্ব ধলইয়ে পৃথক স্থানে রাষ্ট্রীয় গার্ড অব অনার শেষে জানাজার নামাজের পরে দুই বীর মুক্তিযোদ্ধা কে দাফন করা হয়।
রাষ্ট্রীয় গার্ড অব অনার দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান ও জেলা পুলিশের একটি টিম।
পশ্চিম ধলই ৩নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা সফিউল আলম চৌধুরী এবং ধলইয়ের এনায়েতপুর ৯নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সওদাগর ইন্তেকাল করেন।
এদিকে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও দৈনিক হাটহাজারী নিউজ এবং হাটহাজারী অনলাইন প্রেসক্লাব।
এদিকে বীর মুক্তিযোদ্ধা সফিউল আলম চৌধুরীর মৃত্যুতে শোকাভিভূত ধলই শাহী দরবার শরীফ হযরত শাহজাহান শাহ (রহঃ) এর মাজার শরীফের পরিচালনা কমিটি।
অন্য দিকে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সওদাগরের জানাযার নামাজ আজ দুপুর ২ ঘটিকার সময় ফোরক আহম্মেদ চৌধুরী জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বলেন, আমার এলাকার দুইজন সহপাঠী ইন্তেকাল করেছেন। তাদের মৃত্যুতে আমি শোকাভিভূত।