নিজস্ব প্রতিবেদক:
বায়েজীদ থানাধীন অক্সিজেন মোড় নামক এলাকা থেকে সেগুন ও গামারী কাঠের তৈরিকৃত ফার্নিসার ১৮ আইটেম বোঝাই মিনি ট্রাক (নং-বগুড়া -ড ১১-০০২২)সহ একজন আসামী হাতে নাতে ধৃত করা হয়।
রবিবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে এ কাঠ ভর্তি পিকআপ গাড়ি আটক করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, রবিবার ভোর ৪ টা ৩০ মিনিটের দিকে বন বিভাগ এবং RAB -7 এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন মোড় নামক এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সেগুন ও গামার কাঠের তৈরিকৃত ফার্নিসার ১৮ আইটেম বোঝাই মিনি ট্রাক (নং-বগুড়া -ড ১১-০০২২) আটক ও জব্দ করা হয় এবং এক (০১) জন অাসামী হাতে নাতে ধৃত করা হয়। জব্দকৃত অবৈধ বনজদ্রব্যবাহী গাড়ীটি কালুরঘাট ডিপো হেফাজতে রাখা হয় এবং ধৃত অাসামী কোর্ট এ সোপর্দ করাসহ বন অাইনে পি,ও,অার মামলা নং-২৮/শহর অব ২০২১-২২ দায়ের করা হয় ।